সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধীনস্হ তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর ও লাউরের ঘড় সীমান্ত এলাকায় ভারতীয় কসমেটিক্স, মদ ও কয়লা জব্দ করেছে বিজিবি।
২৫শে ফেব্রুয়ারী রাতে বিরেন্দ্রনগর বিজিবি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নস্থ সুন্দরবন সীমান্ত এলাকা হতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১১ বোতল মদ।
এবং বিরেন্দ্রনগর ক্যাম্পের আরেকটি টহল দল ২৬ শে ফেব্রুয়ারী ভোররাতে একই ইউনিয়নের কচুয়াছড়া এলাকা হতে সীমান্তের ওপার থেকে নিয়ে আসা বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করে বিজিবি ।
এদিকে একইদিনে উপজেলার লাউরগড় সীমান্ত এলাকায় সীমান্তের ওপার থেকে নিয়ে আসা ভারতীয় চোরাই কয়লা পাচার কালে লাউরের ঘড় বিজিবি ক্যাম্পের একটি চৌকস টহল যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে ২৬ বস্তা (১১৭০ কেজি) কয়লা জব্দ করে বিজিবি। এসময় চোরা কারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে স্পট থেকে পালিয়ে যায়।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক মোঃ মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি আরোও জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে, কয়লা ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।