দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ পুড়িয়া হেরোইন, ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট, এবং মাদক বিক্রির নগত ১৭,৫৩০ টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার(৫ জুলাই) রাত ৯ ঘটিকায় উপজেলার ১নং বুলাকী পুর ইউনিয়নের ভেলাইন (পশ্চিম পাড়া) গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ আব্দুল খালেকের স্ত্রী নাজমা বেগম(৪৬) এবং মোঃ ফাজ্জাত আলীর ছেলে রিপন মিয়া(২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সফিউল ইসলাম সঙ্গীয় অফিসার এএসআই সরোয়ার জাহান, এএসআই আসমা খাতুন এর একটি টিম উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক ও মাদক বিক্রিত নগত অর্থ সহ একজন পুরুষ ও একই গ্রামের একজন মহিলাকে আটক করতে সক্ষম হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জন পালিয়ে যায়। এ সময় মাদক ব্যাবসায়ী রিপন মিয়ার কাছ থেকে ৩০ পুড়িয়ার (২ গ্রাম) হেরোইন যাহার আনুমানিক মূল্য বিশ হাজার টাকা এবং মাদক ব্যাবসায়ী নাজমার কাছে থাকা ৪৫ পুড়িয়ার (৩ গ্রাম) হেরোইন যাহার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা, ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট যাহার আনুমানিক মূল্য ষাট হাজার টাকা ও মাদক বিক্রিত নগত ১৭,৫৩০ টাকা উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখে ও বিক্রয়ের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার (৬ জুলাই) সকালে আসামিদেরকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক তিন আসামি সহ মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।