টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবিদ হাসান আলভী (৩২)।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবিদ হাসান আলভী টাঙ্গাইল সদর উপজেলার দেওলা এলাকার জয়নাল আবেদীনের ছেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকালে যমুনা নদী এলাকা ঘুরে সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে কালিহাতী চর ভাবলা নামক স্থানে অজ্ঞাত গাড়ির চাপায় সে নিহত হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোঃ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।