গাইবান্ধার ফুলছড়িতে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধার কিছু পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া গ্রাম থেকে গাইবান্ধা ডিবি পুলিশের এস আই মোঃ জাহিদ সঙ্গীর ফোর্সসহ অভিযান পরিচালনা করে উক্ত গ্রামের মৃত আব্দুল হালিমের পুত্র জাহাঙ্গীর আলম ওরফে লাউচ কে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ৮০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের এস আই মোঃ জাহিদ বলেন, আটককৃত ব্যাক্তির কাছ থেকে ৮০ পিছ ইয়াবা উদ্ধারের পর তাকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়। এদিকে আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।