শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ৬ষ্ঠ দিনে ইউক্রেনের ৭০ সেনা নিহত – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

ইউক্রেনে রুশ হামলার ৬ষ্ঠ দিনে মঙ্গলবার রুশ সেনাদের হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকাতে কামান হামলায় ইউক্রেনের সেনাবাহিনীর অন্তত ৭০ জন নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।  

 

 

 

 

 

 

 

 

 

 

সুমি অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্রো জাইভিটস্কি বলেছেন, হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

জাইভিটস্কি বলেন, অনেক লোক মারা গেছেন। বর্তমানে নিহত ৭০ সেনার মরদেহ সমাধিস্ত করার কাজ চলছে।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রতিপক্ষকেও সমান জবাব দেওয়া হচ্ছে বলে দাবি দিমিত্রো জাইভিটস্কির।  তিনি বলেন, শহরে বহু রুশ সেনার মরদেহ পড়ে আছে।  যেগুলো রেডক্রসকে দেওয়া হয়েছে।  তবে তার দাবি সঠিক কিনা সেটি যাচাই করা সম্ভব হয়নি।