শেখ হাসিনাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য করা হয়েছে। তিনি এই এলাকার সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি।
সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কমিটির অনুমোদনকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে এতদিন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়নি।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য ছিলেন।
এদিকে বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয়েছে তাকে। এছাড়া উপদেষ্টা হিসেবে আরও রয়েছেন- শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন ও শেখ কবির হোসেন।