বিশ্ব বন্যপ্রাণী দিবস ও আলোচনা সভার আয়োজন করা হয় ৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে বিশ্ব বন্যপ্রাণী দিবস ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত বিশ্ব বন্যপ্রাণী দিবস ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাট মুহাম্মদ বেলায়েত হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, ৮নং সাবেক ইউপি সদস্য অলিয়ার রহমান সরদার, জিউধারা স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, চাঁদপাই সিএমসি কোষাধ্যক্ষ আলামিন মুছাল্লি, ওয়াইল্ডটিম প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক, অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির, সার্বিক সহযোগিতায় মিজানুর রহমান, বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে সকাল ১০ টায় র্যালি আকারে জয়মনি মাদ্রাসা থেকে শুরু করে জয়মনি বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন প্রদক্ষিণ শেষ করে রেঞ্জ কার্যালয়ে ফিরে আসে।অনুষ্ঠানে বক্তারা বলেন” বন্যপ্রাণী সংরক্ষণ করা আমাদের সকালের দায়িত্ব তাই আমাদের সকলের এই সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে একসাথে কাজ করতে হবে।