নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার লাকসাম পৌরসভা পরিষদের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পৌরসভা পরিষদ মো :তাজুল ইসলাম কনফারেন্স হল রুমে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লাকসাম পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা: জনাব নিলুফা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেয়র অধ্যাপক আবুল খায়ের,লাকসাম পৌরসভা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুদ্ধকালীন কমান্ডার: বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ননী, মুক্তিযোদ্ধা তোতা, লাকসাম পৌর ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র-১ আলহাজ্ব খলিলুর রহমান, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর, প্যানেল মেয়র-২ আলহাজ্ব শাহাজান মজুমদার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. মাসুদ হাসান,৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ , ৮নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী।৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু সায়েদ বাচ্চু, মহিলা কাউন্সিল১,২,৩ নাসিম আক্তার, ৪,৫,৬ র নাসিমা সুলতানা, ৭,৮,৯ মুশফিকা আলম মিতা,লাকসাম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক- সাখাওয়াত হোসেন সাকন, প্রচার সম্পাদক- আনিসুর রহমান কাঞ্চন,লাকসাম পৌরসভার হিসাব রক্ষক- আক্তার হোসেন মানু, কালের কণ্ঠের লাকসাম প্রতিনিধি- মজিবুর রহমান দুলাল, ডিবিসি টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি- নাসির হোসেন, লাকসাম সরকারি মিডিয়াভুক্ত সাপ্তাহিক আলোর দিশারি স্টাফ রিপোর্টার- মোঃ রবিউল হোসাইন সবুজ। ডাকাতিয়া news24 এর রিয়াদ লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকাগন সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গণের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।