শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে নৌকা সহ অবৈধ জাল আটক – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কালাবগী স্টেশনের আমজাদখালী খাল এলাকা থেকে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে অবৈধ ভেশাল জাল ভারতীয় কীটনাশক সহ ১ টি ডিঙ্গি নৌকা আটক করেছে বন বিভাগ।

 

 

 

 

 

 

 

 

 

 

জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে জাল, নৌকা আটক করার পাশাপাশি কীটনাশক উদ্ধার করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে অসাধু জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।