ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলার বিষয় নিয়ে নড়েচড়ে বসেছে বিশ্বনেতারা। এর মধ্যেই এবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নিয়েছে রাশিয়ান সৈন্যরা। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃতি দিয়ে একটি স্থানীয় কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় বলেছে, ‘অপারেশনাল কর্মীরা পাওয়ার ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন। স্টেশন কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন।’
শুক্রবার (৪ মার্চ) ভোরের দিকে রুশ বাহিনী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা চালায়। এতে সেখানে আগুন লেগে যায়।