শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

সুন্দরবনে বন বিভাগ ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে হরিণের মাংস সহ ১ জন আটক – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ মার্চ, ২০২২

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ হাডডরার খাল এলাকায় বন বিভাগের কালাবগী স্টেশন ও নলিয়ান কোষ্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে ২৩ কেজি হরিণের মাংস ১ টি নৌকা সহ ১ জন হরিণ শিকারীকে আটক করেছে। আটককৃত হরিণ শিকারী হলেন কালাবগী গ্রামের কওছার গাজীর পুত্র ফারুক গাজী (৩০)। এ সময় তার সাথে থাকা আরও ৩ জন হরিণ শিকারী পালিয়ে যায়।

 

 

 

 

 

 

 

 

 

 

জানা গেছে গত শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে সুন্দরবনের হাডডরার খালের নিচের দিকে থেকে এ সকল হরিণের মাংস সহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বাদী বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করেছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটককৃত হরিণ শিকারীকে কোট হাজতে প্রেরন করা হয়েছে। এ ছাড়া এর সাথে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।