বান্দরবানের রুমার রোয়াংছড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তীর থেকে ৪ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (০৬ মার্চ) বেলা ১১টার দিকে তাদের লাশগুলো উদ্ধার করা হয়। শনিবার রাতে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের দুই পক্ষের গোলাগুলিতে তারা নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
নিহতের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।
তিনি জানান, গত রাতে রুমার পাইন্দু ইউনিয়নে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। আজ সকালে রোয়াংছড়ির নদীর পাড়ে চারজনের লাশ পড়ে আছে এমন খবর পেয়ে লাশ উদ্ধার ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।