তাহিরপুরের বালিয়াঘাট নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুরে ছাই হয়েছে। এমন অগ্নিকাণ্ডে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রবিবার ৬ই মার্চ সকাল সাড়ে নয় টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট নতুন বাজার কাপড় পট্টির উত্তর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আশপাশের স্থানীয় শতাধিক লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিশু আলম ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল সাড়ে নয় টার দিকে বালিয়াঘাট নতুন আব্দুর রাশিদ মার্কেটের ভাড়াটিয়া অজিত পালের রুমে রান্না করার সময় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে এ আগুনের সূত্রপাত হয়। অজিত পালের রুম সহ পাশের তিনটি দোকানে প্রচুর পরিমাণ প্লাস্টিকের বিভিন্ন ধরনের পণ্য, কসমেটিক্স ও পুরাতন কাপড় থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
এই অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।