ইউক্রেনের ভিনিতসিয়া বেসামরিক বিমানবন্দরে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ওই বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে।
রবিবার (৬ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেছেন।
জেলেনস্কি বলেন, ‘আমি এইমাত্র জানলাম ভিনিতসিয়ায় একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আটটি রকেট হামলা বিমানবন্দরটি পুরোপুরি ধ্বংস হয়েছে।’
এদিকে দেশটির রাজধানী কিয়েভের নিকটবর্তী শহরেও চরম বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। সেখান থেকে বহু লোক নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমের ছোট্ট শহর ইরপিনে আর্টিলারি এবং বোমা হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেখান থেকে প্রাণভয়ে পালাচ্ছে মানুষ।