অতিরিক্ত মুনাফার আশায় বোতলজাত সয়াবিন তেল খুলে খোলা বাজারে বিক্রি এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ই-মার্চ) দুপুরে উপজেলা শহরের গোলাপবাগ বাজারের মা বিপনী স্টোরে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মিলন কুমার সরকার ও একদল পুলিশ সদস্য।
এসময় গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আবদুস ছালাম বলেন, অতিরিক্ত মুনাফার আশায় বোতলের সয়াবিন তেল খুলে খোলা বাজারে বিক্রি করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে গোলাপবাগ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোতলজাত তেল খুলে খোলাভাবে বিক্রি ও বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।