পাবনার সুজানগরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে ১২ বছর পরে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যাক্তির নাম শামীম শেখকে (৪২)।
গতকাল মঙ্গলবার রাতে দীর্ঘ ১২ বছর পর ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করে সুজানগর থানা পুলিশ।
শামীম সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের সহিদ শেখের ছেলে।
সুজানগর থানার ওসি আব্দুল হাননানেআটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি ছিলেন শামীম। বুধবার (৯ মার্চ) দুপুরে তাকে পাবনা আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার রুবাইয়া বিনতে রাকিব (রিদি) সুজানগরের মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের রাকিব আল কুদ্দুস রিকুর কন্যা। সে স্থানীয় কাকিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
২০০৯ সালের ৮ জানুয়ারি রিদি বাড়ির পাশের একটি দোকানে খাতা কিনতে যায়। ওই সময় তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে শামীম। এরপর সন্ধ্যার পর দোকানের পাশের একটি ধানক্ষেতের মাঠে লাশটি ফেলে পালিয়ে যায় আসামি।
এ ঘটনা রিদির বাবা থানায় একটি মামলা করেন। ২০১৭ সালে মামলার প্রধান আসামি শামীমের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দেন আদালত।