গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় “মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান সরকার, অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা প্রমুখ। পরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়।