বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকা ও বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার কর্তৃক ১০ মার্চ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল হতে ওয়াইল্ডলাইফ ফরেনসিক ল্যাবের ডাটাবেসে সংরক্ষণ ও পরীক্ষণের জন্য প্রায় ৩০ প্রজাতির ৩৭ টি বন্যপ্রাণীর জৈবিক নমুনা সংগ্রহ করা হয় এবং ০৫ টি বন্যপ্রাণীকে (১ টি অজগর,১টি বাদামী বানর, ১টি রেসাস বানর, ১ টি মেছো বিড়াল,১ টি নিশি বক) পরিবেশে অবমুক্তকরণের উদ্দেশ্যে উক্ত প্রতিষ্ঠান এর কর্ণধার জনাব সজল দেব বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করেন।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জনাব এ এস এম জহির উদ্দিন আকন এর সার্বিক দিক নির্দেশনায় এবং বিভাগীয় বন কর্মকর্তা জনাব রেজাউল করিম চৌধুরী এর সার্বিক তত্বাবধানে এই কার্যক্রম পরিচালনা করেন আব্দুল্লাহ আস সাদিক, বন্যপ্রাণী পরিদর্শক ও জনাব কনক রায়, উর্ধতন ল্যাব টেকনিশিয়ান এর সমন্বিত ৬ সদস্যের একটি টিম।
বর্তমানে প্রাণিগুলোকে লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টার এর কোয়ারেন্টাইন এ পর্যবেক্ষণ রেখে কিছুদিন পর প্রকৃতিতে অবমুক্ত করা হবে।