রাজশাহীর চারঘাটে মাদক কারবারি দুই গ্রুপের দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শাহবাজ আলী (৫০)।
মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহবাজ আলী তাঁতারপুর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামের ইউপি সদস্য সাহাবুর আলী ও কালাম আলী নামে দুই মাদক কারবারি গ্রুপের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকাল থেকেও কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই মাদক কারবারি গ্রুপ।
এরপর সন্ধা ৭টার দিকে শাহবাজ আলীসহ ইউপি সদস্য সাহাবুরের আরও কয়েকজন সমর্থক তাঁতারপুর আক্কাসের মোড়ে অবস্থান করছিল। এমন সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত প্রায় ২০ জনের একটি দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। কয়েকজন পালিয়ে গেলেও শাহবাজ আলীকে জনসম্মুখে কোপানো হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
হত্যার ঘটনা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দুই গ্রুপের দ্বন্দ্বে একজন খুন হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।