মার লাথি,লাথি মার..!
ঘুষ খোরের মুখে মার,
মুনাফা খোরের বুকে মার!
চাটুকারের পিঠে মার,
তেলবাজদের পাছায় মার!
এরা সব চোরের দল,
এরাই কি গণতন্ত্রের বল?
মার লাথি, লাথি মার..!
নব বিপ্লব ভাবছে বসে,
খেলছে খেলা অংক কষে!
তেলবাজদের তেলবাজীতে,
পন্যের দাম যাচ্ছে বেড়ে!
আমলা টামলা গামলা করে,
নিচ্ছে টাকা বস্তা ভরে!
নেতারাও নাই পিছনে পরে,
জনগণ মরছে মাথা ঠুকে!
যা বলে বলুক লোকে,
কার কথা কে শোনে!
মার লাথি, লাথি মার..!
যেখানে খুশি,সেখানে মার!