শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

বাংলাদেশ জিম্বাবুয়ে একমাত্র টেষ্ট আজ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ জুলাই, ২০২১

কোপা আমেরিকা ও ইউরোকাপ ফুটবল উত্তেজনার মধ্যে আড়ালে চলে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর। প্রতিপক্ষ বড় দল না হওয়ায় আলোচনা কম হচ্ছে।

প্রস্তুতি, অনুশীলন ম্যাচের পর এবার মূল লড়াইয়ে নামার অপেক্ষা। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটি। খেলাটি দেখা যাবে টি স্পোর্টস ও গাজী টিভিতে।

প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও বাংলাদেশ ভক্তদের অতি উৎসাহী হওয়ার কিছু নেই। ফরম্যাটটা যে টেস্ট। এই ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্যে কিছুটা এগিয়ে থাকলেও সিরিজ জয়ে এখনো তাদের পেছনে বাংলাদেশ। দুদল সব মিলিয়ে নয়টি সিরিজ খেলেছে।

তাতে জিম্বাবুয়ে চারটি ও বাংলাদেশ তিনটি সিরিজ জিতেছে। দুটি সিরিজ ড্র হয়েছে। জিম্বাবুয়ের মাটিতে এখনো কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। একমাত্র টেস্ট জিতে সেই খরা ঘোচানোর হাতছানি মুমিনুলদের সামনে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, সাকিব আল হাসান, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও শরিফুল ইসলাম।