রংপুরের মিঠাপুকুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ও মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সকাল ১১ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ী এলাকায় আশা ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও মিঠাপুকুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে শঠিবাড়ী এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও ৮ জনকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ৮ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।