“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা দিবস উপলক্ষে, দিনাজপুরের ঘোড়াঘাটে শ্যামপুর ফুটবল ক্লাব (এস.এফ.সি) এর আয়োজনে গত ১৫ মার্চ স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ মার্চ) বিকেলে ঘোড়াঘাট সরকারী কলেজ মাঠে, উক্ত কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্ট এর ১ম রাউন্ডের বগুড়া সদরের রেইন ফুটবল গ্রূপ বনাম দিনাজপুরের নবাবগঞ্জ এর ৩য় ম্যাচের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদ পারভেজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ রিমন, সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদুস সালাম রনি। এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্যামপুর ফুটবল ক্লাব (এস.এফ.সি) এর সভাপতি সনাতন মাহাতো, সাধারণ-সম্পাদক আলবেনুছ মার্ডি, অত্র ক্লাবের উপদেষ্টা, খেলোয়াড় ও সদস্যবৃন্দ সহ আরও অনেকে।
এই ম্যাচটিতে বগুড়া সদরের রেইন ফুটবল গ্রূপ, দিনাজপুরের নবাবগঞ্জকে ৩-১ গোলে পরাজিত করে নিজেদের পরবর্তী রাউন্ড নিশ্চিত করে। টুর্নামেন্টটির ১ম রাউন্ডের চতুর্থ ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ।