ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে করোনা ঝুঁকি নিরসনে টিকা গ্রহণে প্রচারিভান উদ্বোধন করা হয়।
সোমবার (২১ মার্চ) বিকেলে সদর উপজেলার পি-পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ প্রচারাভিযান উদ্বোধন করা হয়।
ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন-এমজেমফ’র সহযোগিতায় অনুষ্ঠানে আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, বিশেষ অতিথি সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এ. আর খালিদ হাসান, প্রেস কাবের সভাপতি মনসুর আলী, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ফোকাল পার্সন শামীম হোসেন প্রমুখ। বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা ইএসডিও’র “ক্যাম্পেইন ফর ভ্যাকসিনেশন ফর রিডিউসিং কোভিড রিক্সস (সিভিআরসিআর)” প্রকল্প।