নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, কোথাও গণতন্ত্র চর্চা নেই। গণতন্ত্র চর্চা করতে গেলে পথে পথে বাধা দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আমাদের দাবী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দিতে হবে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলাতে পারছে না। বাম গণতন্ত্র ঐক্যজোট হরতালের ডাক দিয়েছিল, আমরা তার সমর্থন করেছি। বিএনপিসহ আমাদের জোটে যারা আছেন, তারা সবাই পৃথক পৃথক কর্মসূচি ঘোষণা করছেন।
সোমাবার (২১ মার্চ) দুপুরে বগুড়া শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের নাগরিক ঐক্যের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদানকালে জেলা সদরের মাটিডালি এলাকায় এক পথসভায় এসব কথা বলেন। এর আগে একটি রেস্টুরেন্টে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের সঙ্গে এক বর্ধিত সভায় মিলিত হলে সেখানে বাধার কারণে বর্ধিত সভা করতে পারেননি। পরে তিনি রেস্টেুরেন্টের সামনের সড়কে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।