সারাদেশে ব্যাপক ভাবে ছড়িয়ে পরতে শুরু করেছে করোনা ভাইরাস। মৃত্যু পুরিতে পরিনত হচ্ছে বিভাগীয় শহরসহ ছোট বড় অনেক জেলা। সরকার করোনার হাত থেকে দেশবাসীকে বাঁচাতে কঠোর লকডাউন ঘোষনা করলেও কোন ভাবেই কমছে না মৃত্যু ও আক্রান্তের হার। এভাবে মৃত্যু ও্ আক্রান্তের হার বাড়তে থাকলে দেশের অবস্থা কোথায় গিয়ে দাড়াবে তা বলা মুশকিল। আমাদের বিভিন্ন এলাকায় দায়িত্বে থাকা প্রতিনিধিদের পাঠানো তথ্যে দেখা যায় দেশের খুলনা ও বরিশাল বিভাগ সহ সাতক্ষীরা ও নারায়নগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে ৮৩জন, আক্রান্ত অনেক।
সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৯ জন।
গতকাল মঙ্গলবার সকাল ৮ ঘটিকা হতে আজ বুধবার সকাল ৮ ঘটিকা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়।এ নিয়ে জেলায় করোনা উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯৩ জন।
এদিকে বুধবার সকাল পর্যন্ত ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শতাংশের হিসাবে তা দাঁড়ায় ৭ দশমিক ৩৬, যা ছিল এতদিনের মধ্যে সবচেয়ে কম। গত মঙ্গলবার এর হার ছিল ২৬ দশমিক ০৩।
সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৪১০ জন।
নারায়নগঞ্জঃ
নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যুর হয়েছে; একই সঙ্গে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৫৬ জন।
বুধবার সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ খানপুর করোনা হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হওয়া দুজনের বয়স যথাক্রমে ৫৮ ও ৬০ বছর।
জেলায় আক্রান্তের হার ৩১ দশমিক ৩৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯৭ জনের।
খুলনাঃ
করোনায় বিপর্যস্ত খুলনা। রোজ মৃত্যু ও শনাক্ত রোগীর নতুন রেকর্ড হচ্ছে এখানে। বুধবার খুলনা বিভাগে কোভিডে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যা এ যাবৎকালে এই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে সোমবার সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল খুলনা বিভাগের হাসপাতালগুলোতে।
করোনায় রেকর্ড সংক্রমণের পরদিনই মৃত্যুতে রেকর্ড হলো খুলনায়। মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ১৮৬৫ রোগী শনাক্ত হয় এই বিভাগে। আজ রেকর্ড মৃত্যুর খবর এল।
খুলনা জেলার চার হাসপাতালেই আজ ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ২১ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১ জন।
বুধবার সকালে খুলনার সরকারি ও বেসরকারি হাসপাতালের মুখপাত্ররা এই তথ্য নিশ্চিত করেছেন।
বরিশালঃ
করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালে সর্বোচ্চ। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৬২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সর্বশেষ এ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ১৫৪ জনে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২০ হাজার ১৫৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৭০ জন।