গাইবান্ধার ফুলছড়িতে আগুনে তিনটি পরিবারের ৪টি শয়ন ঘর, নগদ টাকা সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মশা তারানোর কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস ধারণা করছে।
এলাকাবাসী জানান, উপজেলার উড়িয়া ইউনিয়নের কটিয়ার ভিটা গ্রামের আব্দুল গফুর মন্ডলের ছেলে আব্দুর রহমানের শয়ন ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। পরবর্তীতে মুহুর্ত্তের মধ্যে আব্দুর রহমানের ভাই আব্দুল মজিদ ও আব্দুল হাই মিয়ার ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ফুলছড়ির দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকান্ডে ওই তিনটি পরিবারের ৪টি টিনসেট ঘর, নগদ এক লক্ষ ২০ হাজার টাকা, ২টি গরু, ধান-চাল সহ সকল আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়েছে।
উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করেছেন।