নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আজ আরও দুটি লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৮টায় জেলার বন্দর উপজেলার মদনগঞ্জ ও নবীগঞ্জ খেয়াঘাটসংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে আবদুল্লাহ আল জাবের (২৯) ও সাফায়াত নামের ১৫ মাসের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। লঞ্চডুবির ঘটনায় এ নিয়ে মোট ১০টি লাশ উদ্ধার করা হলো।
গত রোববার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজ এমভি রূপসী ৯-এর ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে যাত্রীবাহী লঞ্চ এমএল আফসারউদ্দিন ডুবে যায়।