ভয়ারহ আগুন লেগে বিয়ের আনন্দ উৎসব মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে। ভারতের দিল্লির রোহিনী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
দমকল বাহিনীর ১২টি ইউনিট ভয়াবহ ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই সময়কার ভিডিওতে ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডুলি আকাশে ওড়তে দেখা গেছে। ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূর থেকেও কালো ধোঁয়া দেখা গেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই আগুন লাগে। প্রবল বাতাসের কারণে কাঠের তৈরি প্যান্ডেলে আগুন ছড়িয়ে পড়ে। দেড় ঘণ্টা পর সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এই দুর্ঘটনায় মাত্র একজন সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সূত্রঃ যুগান্তর