শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ফুলছড়িতে মিষ্টি আলুর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

গাইবান্ধার ফুলছড়িতে কন্দাল ফসল মিষ্টি আলুর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৪ মার্চ) উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের কৃষক আব্দুস ছামাদের বাড়ীতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়ার সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক বেলাল উদ্দিন, নারুটো জাপান কোম্পানির ম্যানেজার মেজবাউল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, আব্দুল মোমেন, কৃষক আব্দুস ছামাদ প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মাঠ দিবস অনুষ্ঠানে শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। এসময় উন্নত পদ্ধতিতে কোকেই জাতের মিষ্টি আলু চাষের কলাকৌশল বিষয়ে আলোচনা করা হয় এবং নতুন জাত সমূহের পরিচিতি প্রদান করা হয়। মিষ্টি আলুর ফলন অনেক বেশি ও খরচ অনেক কম হওয়ায় কৃষক কৃষাণীরা খুশি। ফলে আগামীতে এ এলাকায় মিষ্টি আলু চাষের পরিধি বাড়বে বলে মনে করা হচ্ছে।