সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক’”এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে দুস্থ-কর্মহীন মানুষের জন্য স্বল্পমুল্যে ১০ টাকায় দু’দিনের খাদ্যপণ্য দিচ্ছে ময়মনসিংহ জেলা পুলিশ।
আজ বুধবার (৭ জুলাই) ময়মনসিংহ পুলিশ ক্লাব প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।
প্রতিদিন শতাধিক মানুষকে ১০ টাকার বিনিময়ে বিতরণকৃত খাদ্যপণ্যের মধ্যে রয়েছে,৫ কেজি চাল,এক কেজি ডাল, আধা লিটার সয়াবিন তৈল, আধাকেজি লবণ,আলু দুইকেজি,পরিমাণমত মশলা, পেয়াজ,রসুন ও কাঁচামরিচ ।
পুলিশের সূত্রটি জানান পুলিশের পরিদর্শক থেকে উর্ধতন কর্মকর্তারাদের স্বেচ্চায় অনুদানের অর্থ এই কর্মসুচী হাতে নেয়া হয়েছে।