শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

কুষ্টিয়ায় অপহরণের পরে হত্যা মামলায় আট জনের যাবজ্জীবন কারাদণ্ড – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

কুষ্টিয়ায় ফিরোজ আহম্মেদ কাজলকে (২২) অপহরণের পর হত্যার দায়ে আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

 

 

 

 

 

 

 

 

 

 

 

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কালিকাপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাসুদ ও শের আলীর ছেলে সিদ্দিক, বরিয়া গ্রামের নুর ইসলাম মোল্লার ছেলে মাসুম মোল্লা, মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়িভাঙ্গা গ্রামের আজগর আলীর ছেলে গিয়াস ও মৃত শের আলী মোল্লার ছেলে মেসকাত আলী মোল্লা, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সালিমপুর গ্রামের নূর মোহাম্মদ বিশ্বাসের ছেলে সোহেল ও একই গ্রামের কালাম হোসেনের ছেলে ওয়াসিম রেজা এবং কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস এলাকার মৃত লালন শেখের ছেলে জাকির হোসেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১২ জুলাই মিরপুর উপজেলার বরিয়া গ্রামের দেলবার হোসেনের বড় ছেলে ফিরোজ আহমেদ কাজলকে আসামিরা অপহরণের পর হত্যা করে। ঘটনার পরদিন দেলবার হোসেন বাদী হয়ে মামলা করেন।  তদন্ত শেষে ২০১৩ সালের ১ এপ্রিল তদন্তকারী পুলিশ কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত  ছিলেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিদের এই দণ্ডাদেশ প্রদান করেন।