কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গনহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা শুক্রবার (২৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আছাদুজ্জামান, প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাগর হোসেন সৈকত, যুব উন্নয়ন অফিসার মোঃ আবু বকর প্রমুখ।