বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

সাতক্ষীরায় বৈদ্যুতিক তাঁর ছিঁড়ে পাটকাঠি ভর্তি ট্রাকে আগুন – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

শুক্রবার ভোর সাড়ে চারটায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্ল্যার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিন ঘণ্টা ধরে ফায়ার ব্রিগেড আগুন নেভানোর আগেই ট্রাকটির মালামালসহ বড় অংশ পুড়ে যায়।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রত্যক্ষদর্শী শ্বেতপুর গ্রামের ইজিবাইক চালক বাবুরালি ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক বুধহাটা গ্রামের শহীদুল ইসলাম জানান, যশোরের মনিরামপুর থেকে পাটকাঠি ভর্তি করে ঝিনাইদহ -চ- ১১-০০৩২ নং ট্রাক আশাশুনির বাঁকা বাজার এলাকায় যাচ্ছিল।

শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে পথিমধ্যে সাতক্ষীরা- আশাশুনি সড়কের কুল্ল্যা মোড়ে পাটকাটি বেঁধে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে ওই ট্রাকের উপর পড়ে। এতে তাৎক্ষণিকভাবে ওই ট্রাকে আগুন লেগে যায়। খবর পেয়ে আশাশুনি থেকে সিভিল ফায়ার ডিফেন্স এর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট এসে সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিভিয়ে ফেলে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

ততক্ষণে ট্রাকে থাকা পাটকাঠি ও ট্রাকটির ইঞ্জিনসহ ৮০ শতাংশ পুড়ে যায়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুর রহমান জানান, ট্রাকটিতে আগুন লাগার পর কুল্ল্যা মোড়ে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।#