বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ভারতের মন্ত্রিসভায় ৪৩ জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেবেন আজ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ জুলাই, ২০২১

ভারতের মন্ত্রিসভায় রদবদল হচ্ছে নতুন করে যুক্ত হচ্ছেন অনেকে। আজ বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় ৪৩ জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। তাদের মধ্যে কেউ নতুন মন্ত্রী হচ্ছেন। আবার কেউ প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় যারা জায়গা পাচ্ছেন, তাদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। তারা হলেন-
১. নারায়ণ রানে, ২. সর্বানন্দ সোনোয়াল, ৩. বীরেন্দ্র কুমার, ৪. জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, ৫. রামচন্দ্র প্রসাদ সিং, ৬. অশ্বিনী বৈষ্ণব, ৭. পশুপতি পরশ, ৮. কিরেন রিজিজু, ৯. রাজ কুমার সিং, ১০. হরদীপ সিং পুরি, ১১. মনসুখ মান্দাভিয়া, ১২. ভূপেন্দ্র যাদব, ১৩. পুরুষোত্তম রুপালা, ১৪. কিশান রেড্ডি, ১৫. অনুরাগ সিং ঠাকুর, ১৬. পঙ্কজ চৌধুরী, ১৭. অনুপ্রিয়া সিং প্যাটেল, ১৮. সত্য পাল সিং বাঘেল, ১৯. রাজীব চন্দ্রশেখর, ২০. শোভা করনদলাজে, ২১. ভানু প্রতাপ সিং ভার্মা, ২২. দর্শনা বিক্রম জর্দোশ, ২৩. মীনাক্ষী লেখি, ২৪. অন্নপূর্ণা দেবী, ২৫. এ নারায়ণস্বামী, ২৬. কৌশল কিশোর, ২৭. অজয় ভাট, ২৮. বি এল ভার্মা, ২৯. অজয় কুমার, ৩০. চৌহান দেবসিং, ৩১. ভাগওয়ানথ খুবা, ৩২. কপিল মোরেশ্বর পাতিল, ৩৩. প্রতীমা ভৌমিক, ৩৪. ডিআর সুভাষ সরকার, ৩৫. ভাগবত কিশানরাও করাদ, ৩৬. রাজকুমার রঞ্জন সিং, ৩৭. ভারতী প্রবীণ পাওয়ার, ৩৮. বিশ্বেশ্বর টুডু, ৩৯. শান্তনু ঠাকুর, ৪০. মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই, ৪১. জন বারলা, ৪২ এল মুরুগান, ৪৩. নিশিত প্রামাণিক।

মহামারি করোনাভাইরাস সংকট মোকাবেলা, পণ্যের দাম বৃদ্ধিসহ বিভিন্ন বিভাগে মোদি সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছে। এরই ধারাবাহিকতায় এই রদবদল হচ্ছে।