ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় গাইবান্ধায় “হিন্দু আইন ও পুজা পদ্ধতি“ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করার হয়েছে।
রবিবার দুপুরে শহরের ভিএইড রোডে শ্রী শ্রী কালিবাড়ী মাতৃমন্দিরে ৩ দিন ব্যাপি এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুর আরা বেগম গিনি, এমপি।
বিকাশ কুমার শীলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রনজিত বকসী সূর্য্য, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, গাইবান্ধা সহকারী প্রকল্প পরিচালক হামিদুর রহমান।
এই প্রশিক্ষনের মাধ্যমে পুরোহিত ও সেবাইতরা হিন্দু আইন ও পুজা পদ্ধতি বিষয়ক সঠিক জ্ঞান অর্জন করে তা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রয়োগ করবেন।