পড়ালেখার পাশাপাশি উপকূল এলাকার শিক্ষার্থীদের সহ-শিক্ষামূলক নানা কর্মসূচীতে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, কয়রা উপজেলা শাখা ও ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
রবিবার সকাল ১১ টায় কয়রা উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে দুইটি প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
শিক্ষার্থীদের সহ-শিক্ষামূলক কার্যক্রমের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ , শিক্ষা উপকরণ বিতরণ, লেখাধুলা, রচনা প্রতিযোগিতা সহ নানান শিক্ষাবান্ধব কর্মসূচী যৌথভাবে আয়োজনের জন্য দুটি প্রতিষ্ঠান সম্মত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদল, আইসিডি’র প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান, প্রতিষ্ঠাতা সদস্য নিরাপদ মুন্ডা, ছাত্রলীগ নেতা ফেরদাউস আহম্মেদ , বেলাল আহমেদ বিল্লু, জুবায়ের হোসেন, ইসমাইল প্রমূখ।
এসময় বাংলাদেশ ছাত্রলীগ, কয়রা উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ শরিফুল ইসলাম টিংকু বলেন, কয়রায় শিক্ষার্থীদের কল্যাণ বাংলাদেশ ছাত্রলীগ সবসময় কাজ করে আসছে। আইসিডিও শিক্ষাবান্ধব নানামুখী কর্মসূচী বাস্তবায়ন করে কয়রায় সাঁড়া ফেলেছে। দুটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করলে এ ধরনের উদ্যোগ আরো তরান্বিত হবে, শিক্ষার্থীদের মানসিক ও জ্ঞানভিত্তিক দক্ষতা বাড়বে।
এক প্রতিক্রিয়ায় আইসিডি’র প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান বলেন, কয়রা উপজেলা ছাত্রলীগ এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে অনেক কর্মসূচী গ্রহণ করেছে, আইসিডি’র বিভিন্ন কল্যাণমূলক আয়োজনে ছাত্রলীগ সহায়তা করে, উৎসাহ দেয়। আজ থেকে দুটি প্রতিষ্ঠান ঐক্যবদ্ধভাবে কাজ করবে, শিক্ষার্থীরা এর সুফল পাবে।