জীবনের তাগিদে নীলফামারী থেকে ঢাকা পাড়ি দেন মোঃ মিলন। গতকাল রাতে নরসিংদির শিবগঞ্জ উপজেলার কুঞ্জপুর গ্রামে রিস্কা চালানোর সময় একদল ছিনতাইকারী তাকে রাস্তা আটকিয়ে রিস্কা ও টাকা পয়সা চাইলে তিনি বাধা দেন।উপায় না পেয়ে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে রিস্কা,মোবাইল ও টাকা আত্মসাৎ করে নিয়ে যায়। এবং তার দেহ ধান খেতের পাশে ফেলে রেখে যায়।
সকালে স্থানীয় মাধ্যমে খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশে জানান-ময়নাতদন্তের মাধ্যমে দ্রুত খুনীদের গ্রেফতার করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়-রিস্কা চালক মোঃ মিলন নীলফামারীর ডেমরা উপজেলার কাঁকড়া বাজার গ্রামের রশিদুল ইসলামের তৃতীয় সন্তান। চাকরীর জন্য ঢাকা ও নরসিংদী রোডে দীর্ঘদিন যাবৎ রিস্কা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে মোঃ মিলন।