খাগড়াছড়ির রামগড়ে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও বালুভর্তি ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক বছরের শিশু কন্যাসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছে অটোরিকশার অপর চারজন যাত্রী।
রবিবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রামগড়-জালিয়াপাড়া সড়কের তৈচালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি গ্রামের সালেহ আহম্মদের স্ত্রী তাসলিমা বেগম (৩৫) ও এক বছরেরর শিশু কন্যা তানহা।
দুর্ঘটনায় নিহতের ৭ বছরের শিশু পুত্র তানবিরসহ অটোরিকশার অপর ৩ যাত্রী আহত হয়। আহতরা হলেন- রওশনারা বেগম (৩৫), মমতাজ বেগম(৬০) ও মো: আজিজুল্লাহ (১৭)। আহতদের প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রামগড় বাজার থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি (নম্বর বিহীন) জালিয়াপাড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডের তৈচালা পাড়া নামক এলাকায় সোমাচন্দ্রপাড়া প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি দ্রুতগামী একটি ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রী তাসলিমা বেগম ও তার কোলে থাকা শিশুকন্যা তানহা ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ড্রামট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।