সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গতকাল ২৭ মার্চ রাত সোয়া ৮ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মেসার্স নয়ন ফিলিং স্টেশন সংলগ্ন আফসার আলীর আমবাগোনের পূর্ব পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে ২ টি অস্ত্রসহ ১ জনকে আটক করেছে।
কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাকালে ২টি ওয়ান শুটারগান, ১টি মোবাইল সেটসহ শ্রী সুভাস ভকদ (৩০)কে হাতেনাতে গ্রেফতার করে। সে শিবগঞ্জ আলীডাঙ্গা গ্রামের শ্রী ফাষটো ভকদ এর ছেলে।
উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত একজন ট্রাক চালক এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলে নিশ্চিত করা হয়।