চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় প্রতীকী অনশন পালন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
বুধবার (৩০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, পয়গাম আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সৈয়দ আলম, পৌর বিএনপি’র সভাপতি ও ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি’র সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সৈয়দ আলম নেতা-কর্মীদের জুস পান করিয়ে অনশন ভাঙ্গান তিনি।