পাবনার আটঘরিয়া উপজেলায় শ্রমিক সঙ্কটে গম এবং ইরি (বোরো) ধান ঘরে তুলতে কৃষকদেরকে দারুণভাবে সহযোগিতা করছে কম্বাইন হারভেস্টার মেশিন। জার্মানি টেকনোলজি মেটাল এবং সাউথ করিয়া টেকনোলজি কবুতা এক সময়ের দুর্লভ আধুনিক এ মেশিন সরকারি প্রণোদনায় এখন কৃষকের দোরগোড়ায়। মেশিনগুলোর ব্যবহার যেমন সাশ্রয়ী, তেমনি ফসল তুলতে সময়ও লাগে কম। ফলে দিন দিন প্রান্তিক কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠছে সরকারের এই উদ্যোগ।
জানা গেছে, সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় কৃষি উন্নয়ন সহায়তায় উপজেলার কৃষকদের মাঝে ‘কম্বাইন হারভেস্টার’মেশিন সরবরাহ করা হয়েছে। এরি মধ্যে পাবনার আটঘরিয়ায় এই অর্থ বছরে ২টি কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকদের মাঝে দেয়া হয়েছে। তার একটি দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এবং অপরটি একদন্ত ইউনিয়নে দেয়া হয়েছে।
কৃষক আজিবর রহমান বলেন, আগে গম ও ধান কাটতে প্রচুর সময় লাগতো, শ্রমিকও লাগতো অনেক। আর এখন শ্রমিক সঙ্কটের সময় আধুনিক এ মেশিন পাওয়ায় অনেক সুবিধা হচ্ছে।
কামাল নামের এক হারভেস্টার চালক বলেন, এ মেশিনের মাধ্যমে গম এবং ধান কাটা ছাড়াও মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী সব একসাথেই করা সম্ভব। একদিনে এ মেশিন দিয়ে এগারো একর জমির ধান কাটা যায়। এক একর ধান কাটতে এক ঘণ্টার মতো সময় লাগে। পাশাপাশি এক ঘণ্টায় ডিজেল খরচ হয় আট থেকে ১০ লিটার। এই মেশিন পেয়ে কৃষকরা যেমন খুশি, তেমনি নতুন উদ্যোক্তারাও খুবই আনন্দিত।
আটঘরিয়া উপজেলার কৃষক আক্কেল আলী (৪৫) জানান, আমার গম কাটতে অন্যান্য বার অনেক টাকা খরচ হতো, সময়ও লাগতো ৫-৭ দিন। কিন্তু বর্তমানে এ মেশিন দিয়ে কম সময়ে গম কাটা শেষ হচ্ছে । আর শুকাতে লাগবে মাত্র দুই দিন। ফসল নষ্ট এবং বৃষ্টিতে ভেজার ভয়ও কম।
এটা সরকার সমন্বিত খামার যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে আমাদের এখানে ৫০ভাগ ভত্তুকি প্রদান করেছে । এই ভত্তুকি কৃষককে দেওয়া লাগছে। এখানে বিভিন্ন মডেল আছে। ১২-১৪ লক্ষ টাকা কৃষক কে দেওয়া লাগে বিভিন্ন মডেল অনুযায়ী। এই যন্ত্রটির দাম হচ্ছে ২৮-৩০ লক্ষ টাকা। সরকার বাকি টাকা টা ভত্তুকি দিচ্ছে। ১২-১৪ লক্ষ টাকার মধ্যে পরে। এই যন্ত্রের সাহায্যে ধান এবং গম একবারে কাটাই মাড়াই করে বস্তাবন্দি করা যায়। আমাদের যে যন্ত্র গুলো মাঠে আছে এগুলো এক একর কাটতে সময় লাগে মাত্র ১ ঘন্টা। বিঘা প্রতি খরচ হয় এক দের লিটার তেল। আটঘরিয়া উপজেলার এই অর্থ বছরে সর্বশেষ ২ টা হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। একটা একদন্ত ইউনিয়নে এবং দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে।
কৃষি কমকর্তা সজীব আল মারুফ বলেন,যন্ত্র নিয়েছে যে কৃষক উনাদের সাথে আলোচনা করলে আপনিও বুঝতে পারবেন যে তারা খুব সুবিধা পাচ্ছে এবং ভালো ইনকামো হচ্ছে।ধান বা গম কাটতে বিঘা প্রতি ১৫০০-২০০০ টাকা নিচ্ছে। ২৫-৩০ মিনিটের মধ্যে তাদের ১৫০০-২০০০ টাকা ইনকাম হচ্ছে। আর কৃষক যিনি বা যারা ধান, গম মাড়াই কর্তন করাচ্ছে তারাও খুব খুশি। লেবারের যে সংকট হয় সে অবস্থা আর নাই। এক বিঘা জমির ফসল কাটতে ৩০০০ এর উপরে যায়। তারপরে সময় লাগে অনেক। কৃষক এটা ব্যবহার করে সুবিধা এবং আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের নির্দেশ সাধারণ মানুষের জন্য আগামীতে কৃষি শ্রমিকের সংকট হবে। এই সংকট কাটিয়ে উঠতে আধুনিক যন্ত্রগুলোর ব্যবহার বাড়াতে হবে। এই ধরনের নিদের্শনা থাকে।
কৃষি অফিসার তার ব্যক্তিগত মতামতে বলেন, আসলে আমাদের একটা সময়ে শ্রমিকের ব্যাপক সংকট হবে। তখন কিন্তু এই কৃষিকে টিকিয়ে রাখতে হলে যান্ত্রিকরণের দিকে যেতেই হবে। সেই ক্ষেত্রে এখনি সময় যেহেতু সরকার ভত্তুকি প্রদান করছে। আমাদের মনে হয় সরকারের এই প্রেগ্রাম সময় উপযোগী প্রোগ্রাম। যার কারণে আমাদের এই কৃষিকে সাকসেস করার জন্য এবং লেবারের ক্রাইসেস উদ্ধারের জন্য এটা উপযোগী প্রোগ্রাম হাতে নিয়েছে বলে আমি মনে করি।