গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফুলছড়ি ফ্যাশনের অনলাইন ব্যবসার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) বিকেলে ফুলছড়ি উপজেলার সদর কালিরবাজারস্থ গাবগাছি হাউজে ফুলছড়ি গার্মেন্টস এন্ড টেক্সটাইলসের অষ্টম বর্ষে পদার্পণ ও ফুলছড়ি ফ্যাশন অনলাইন ব্যবসার উদ্বোধন করা হয়। ফিতা ও কেক কেটে অনলাইন ব্যবসার উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলসের প্রোপাইটার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমনোয়ারা বেগম মেরী, ইসলামী ব্যাংক কালিরবাজার শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান, বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফুলছড়ি ফ্যাশন হাউস নামে একটি পেজ খোলা হয়েছে। সেখান থেকে যেকোনো ক্রেতা তাদের পছন্দমত পোশাক সামগ্রী অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবেন। ক্রয়কৃত পোশাক সামগ্রী ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ক্রেতাদের সুবিধার্থে লাইভের মাধ্যমে বিভিন্ন প্রকার পোশাক দেখানো হবে।