নেশাগ্রস্ত বাবার হাতে সিরাজগঞ্জের সলঙ্গায় রাইসা নামের ৩ মাসের এক শিশু খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পাষন্ড বাবা রঞ্জু মিয়াকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। বৃহস্পতিবার (৩১ মার্চ) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
গতকাল বুধবার (৩০ মার্চ) দুপুরের দিকে সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই থানার রামারচর গোজা ব্রিজ এলাকা থেকে ঘাতক বাবাকে আটক করা হয়। আটক রঞ্জু মিয়া সলঙ্গা থানার চৌবিলা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও র্যাব-১২ জানায়, চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মাদকাসক্ত রঞ্জু মিয়ার সাথে তার স্ত্রী জান্নাতি খাতুনের কলহ লেগেই থাকতো।
কলহের জেরে গর্ভবতী অবস্থায় জান্নাতি খাতুন বাবার বাড়ি চলে যায় এবং একটি কন্যা সন্তান প্রসব করেন। সন্তানের বয়স ৩ মাস অতিবাহিত হলে উভয় পরিবারের মধ্যে আলোচনা করে গত মঙ্গলবার রাতে জান্নাতিকে শিশু সন্তানসহ রঞ্জু তার নিজ বাড়িতে নিয়ে আসেন।
বুধবার দুপুরে শিশু সন্তানকে ঘরে ঘুমিয়ে রেখে জান্নাতি খাতুন গোসল করতে যায়। এ সুযোগে রঞ্জু মিয়া শিশু রাইসাকে কোলে তুলে নিয়ে মাটিতে আছাড় মেরে পা দিয়ে লাথি মারে। এতে ঘটনাস্থলেই শিশু রাইসা মারা যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এলাকাবাসী রাইসার দাদা, দাদী ও ফুফুকে আটক করে সলঙ্গা থানা পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর রাতেই মূল আসামি বাবা রঞ্জু মিয়াকে আটক করে র্যাব-১২ সদস্যরা।
তাকে সলঙ্গা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।