সেনা অভিযান ছুটে চল দলে দলে পথেঘাটে গিরি-সংকটে চল পথ জলে
লাঘব করে পতাকা উরবো অনিমিষে, আনবো বিজয় সব মিশে পায়ে পিষে,
বুকের সাহসে ভাঙি আগল! অজানা পথের পথিক-দল,
বিজয়ের বাসনা মনে বল তোরা সব রণাঙ্গনে চল