সাতক্ষীরার শ্যামনগরে দশম শ্রেণীর ছাত্রী এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাবেক শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি আব্দুল হাকিম সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।
কালিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আব্দুল হাকিম সবুজ শ্যামনগরের সোনামুগাড়ি গ্রামের মাহবুবুর রহমান মাকুর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, ৬ই ফেব্রুয়ারি সকাল নয়টার দিকে প্রাইভেট পড়ার জন্য নকিপুর গার্লস স্কুলে মেয়েটি পৌঁছানোর পর আগে থেকে অপেক্ষায় ওত পেতে থাকা সবুজ ও হিমেল সহ অজ্ঞাত আরো দু তিনজন ছাত্রীকে দুটি মোটর সাইকেলযোগে তুলে নিয়ে যায় এরপরে মুন্সিগঞ্জ কুলতলী এলাকায় আশরাফুল নামে একজনের বাড়িতে নিয়ে শারীরিক নির্যাতন ও গণধর্ষণকালে তার চিৎকারে এলাকার লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে এবং আসামীগণ পালিয়ে চলে যায় আত্মগোপনে।