গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহি বাস হানিফ পরিবহন হতে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদকব্যাসায়ীর নাম তানভীর সোহেল।
থানা সূত্রে জানা যায়, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এসআই মোঃ মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা রংপুর মহাসড়কের উপর গাড়ি চেকিং এর ডিউটি করাকালে শনিবার (২ এপ্রিল)পৌনে ৪ ঘটিকার সময় কুড়িগ্রাম টু ঢাকাগামী যাত্রী বাহী বাস হানিফ পরিবহন যাহার রেজি নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৭৯ থামিয়ে চেকিং করাকালে মাদক ব্যবসায়ি সোহেল তানভির (২৫) এর হেফাজতে থাকা একটি কালো রংয়ের ব্যাগের ভিতর পলিথিন দ্বারা মোড়ানো ও কস্টটেপ দ্বারা বিশেষভাবে বাঁধানো অবস্থায় দুইটি পৃথক পোটলায় ১ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি সোহেল তানভির (২৫) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের চরপাড়া চারমাথা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, এঘটনায় গ্রেফতারকৃত মাদককারবারির বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য আইনের ধারা-৩৬(১)এর ১৯(ক)/৪১ একটি মামলা দায়ের করা হয়েছে।