ফেসবুকে একটি বাগের কারণে নিউজ ফিডে সমস্যা দেখা দিয়েছে। এতে নিউজ ফিড অ্যালগরিদমের র্যাংকিং আক্রান্ত হয়ে অনেকেরই নিউজ ফিডের ওপরে উঠে আসছে প্রচুর ভুয়া এবং ক্ষতিকর তথ্য।
এ সমস্যা শুরু হয় অক্টোবর থেকে। মার্চের ১১ তারিখ পর্যন্ত এই বাগের কোনো কিনারা করতে পারেননি ফেসবুকের প্রকৌশলীরা! ফলে অপরিচিত এই বাগটি এরইমধ্যে নিউজ ফিডের প্রায় অর্ধেকটাই আক্রান্ত করে ফেলেছে। এমনটাই জানিয়েছে প্রযুক্তি সংবাদ মাধ্যম ভার্জ।
একটি মেমো’র বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এই বাগের কারণে যে কনটেন্টগুলো কম ছড়ানোর কথা, তা হয়নি বরং নগ্নতা, সহিংসতা এবং রাশিয়ার ইস্যু ইত্যাদি আরও বেশি করে ছড়িয়েছে। আর গত বছর এই ভুয়া তথ্যগুলো ছড়িয়ে পড়ার হার ছিল ৩০ শতাংশ। খোদ ফেসবুকের প্রকৌশলীরা ধারণা করছেন, এটি গুরুতর কোনো সমস্যা।
এদিকে হুইসেল ব্লোয়ার ফ্রান্সেস হগেন মন্তব্য করেছেন, এ ধরনের ইস্যু প্রমাণ করে ফেসবুকের এলগরিদমটি অন্যান্য গবেষকদের কাছে উন্মুক্ত করে দেওয়া উচিত, অথবা এনগেজমেন্ট-ভিত্তিক র্যাংকিংয়ের এলগরিদম থেকে ফেসবুকের সরে আসা উচিত।
তবে ফেসবুকের একজন মুখপাত্র জানান, বাগটির সমাধান করা হয়েছে। এতে দীর্ঘমেয়াদি কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। সূত্রঃ ইত্তেফাক