সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
আরাভ খান এখনো আটক হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী – গ্রামীন নিউজ২৪ ডুমুরিয়ায় চতুর্থ পর্যায়ে ঘর পাচ্ছেন ২’শ পরিবার – গ্রামীন নিউজ২৪ ইউক্রেনে যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন: প্রধানমন্ত্রী – গ্রামীন নিউজ২৪ ডেল্টা প্লান বাস্তবায়ন হলে বাংলাদেশ দুর্যোগ সহনীয়  রাষ্ট্রে পরিনত হবে: ত্রাণ প্রতিমন্ত্রী – গ্রামীন নিউজ২৪ সাপাহারে আশ্রয়ণের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক – গ্রামীন নিউজ২৪ পুকুর খননের নামে বালু উত্তোলন নদী গর্ভে বিলীনের পথে ৩৫ হিন্দু পরিবার – গ্রামীন নিউজ২৪ কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক ৩ – গ্রামীন নিউজ২৪ প্রভাবশালীদের অবৈধ ব্যবসা-বাণিজ্য আর শিল্প দূষণে আক্রান্ত সুন্দরবন – গ্রামীন নিউজ২৪ ময়মনসিংহে নিরালা গেষ্ট হাউসে তরুণী হত্যার রহস্য উদঘাটন ১ জন গ্রেফতার – গ্রামীন নিউজ২৪ ঠাকুরগাঁওয়ে ১২০ টাকায় পুলিশে চাকুরী পেল ৫৩ জন – গ্রামীন নিউজ২৪
বিজ্ঞপ্তি :
গ্রামীন নিউজ২৪টিভি পরিবারের জন্য দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্যতা এইচ এসসি পাশ, অভিজ্ঞতাঃ ১ বৎসর, আগ্রহীরা যোগাযোগ করুন 01729188818, সিভি ইমেইল করুনঃ grameennews24tv@gmail.com

ঠাকুরগাঁওয়ের কৃতি নারী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ খবর রাখেনি কেউ – গ্রামীন নিউজ২৪

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি / ৮৩৩ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৯:৪৩ অপরাহ্ণ
  • Print
  • এক সময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন মাঠ দাপিয়ে বেড়াতো কৃতী নারী খেলোয়াড় মৌ। কিন্তু দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থাকায় মাঠে যেতে পারছেন না। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারছেন না। তার পুরো নাম জাকিয়া আফরোজ মৌ (১৬)।

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মহসিন আলী ও তাজমিরা আক্তারের বড় মেয়ে । সালন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের হয়ে রাগবি, বাস্কটবল সহ বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মত খেলেছিলেন মৌ। ২০২০ সালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে অংশগ্রহন করেছেন তিনি। কিন্তু অসুস্থ হওয়ার পরেই বদলে গেছে তার জীবন, খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় গত দেড় বছর ধরে অসুস্থ থকালেও কেউ তার খবর রাখেনি। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর মন্ডলপাড়া গ্রামে তার বাড়িতে গিয়ে কথা হয় তার সাথে। মৌ বলেন, আমি বিদ্যালয়ের হয়ে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহন করেছি। রাগবি, হকি, বাস্কেটবল সহ বিভিন্ন খেলায় অংশগ্রহন করে শতাধিক ম্যাডেল ও সনদপত্র পেয়েছি। যখন বিদ্যালয়ের খেলাধুলা হতো তখন বিদ্যালয়ের শিক্ষক গণ নিয়মিত খোজ-খবর রাখতো। কিন্তু গত দেড় বছর থেকে গুরুতর অসুস্থ থাকলেও কেউ খবর নেয়নি। আমার দীঘদিন ধরে পেট ব্যাথা, খেলেই বমি হয় সাথে রক্ত আসে। আমি সুস্থ হয়ে পুনরায় মাঠে ফিরতে চাই; কিন্তু জানিনা পারবো কিনা। মৌয়ের মা তাজমিরা আক্তার বলেন, গত কয়েকদিন আগে মৌ গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ৪ দিন ধরে ভর্তি থাকার পর চিকিৎসকেরা ঢাকায় রেফার্ড করে দিলে তাকে বাড়িতে নিয়ে আসি। গত দেড় বছর ধরে এ সমস্যা। এর আগে রংপুরে ৭ দিন ভর্তি থেকে চিকিৎসা করিয়ে লাভ হয়নি। রাতে সে ঘুমাতে পারে না। অস্থির অস্থির ভাব থাকায় প্রতিদিন বমি, ঘুম, পেট ব্যাথার ইনজেকশন দিলে কিছুটা ঘুমায় সে। বিকেএসপি’তে ২ বার ডাক পেলেও অসুস্থতার কারনে যেতে পারেনি মৌ। প্রমিলা, হকি, আর্চারী এগুলোতে ডাক পেয়েছিল। বাস্কেটবলও চান্স পেয়েছিল। অসুস্থতার কারনে আর বিকেএসপি’তে ট্রায়ালে যাওয়া হয়নি। ওর পাসপোর্ট করা হয়েছে, বিভিন্ন সমস্যার কারনে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু বলেন, এর আগে তার চিকিৎসায় সহায়তা করা হয়েছিল। ২/১ দিনের মধ্যে লোক পাঠিয়ে তার শারীরীক অবস্থার খোজ-খবর নেওয়া হবে। তার উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা শুনেছিলাম; জানিনা ওর পরিবার কি সিদ্ধান্ত নিয়েছে। তবে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান বলেন, বিষয়টি জানলাম মৌয়ের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলে তার চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

    • আমাদের ইউটিউব পেজ ভিজিট করতে লগইন করুনঃ Grameen news24 Tv

    এ জাতীয় আরো সংবাদ
    এক ক্লিকে বিভাগের খবর