শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

সরকারিভাবে ইমরান খান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ এপ্রিল, ২০২২

সরকারিভাবে ইমরান খান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

ক্যাবিনেটের অতিরিক্ত সচিবের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়েছেন। এরপরই সংবিধানের একাধিক ধারা উল্লেখ করে বলা হয়েছে, এই মুহূর্ত থেকে ইমরান আহমেদ খান নিয়াজি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন।

এদিকে ইমরানে পরামর্শেই প্রেসিডেন্ট আরিফ আলভি সংসদ ভেঙে দিয়েছিলেন। অনাস্থার প্রস্তাবকেও বাতিল করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার। এনিয়ে একেবারে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। তার কয়েকঘণ্টার মধ্যে ননতুন বিবৃতি জারি করল পাকিস্তান সরকার।

 

 

 

 

 

 

 

 

 

 

 

এদিকে বিরোধীরা ইতিমধ্যেই ১৯৫ জন সদস্যের সমর্থনে শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন। বিরোধীরা সংসদ ভেঙে দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও গিয়েছেন। সেই শুনানিও সোমবার পর্যন্ত স্থগিত রাখা হয়। এদিকে পাকিস্তান আর্মিও এনিয়ে বিশেষ উচ্চবাচ্চ করতে চাইছে না। তার মাঝে এল এই নোটিশ। হিন্দুস্তান টাইমস